Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ-২ আসনে দলীয় এমপি প্রার্থী হিসেবে আমির হোসেন মাস্টারকে বানিয়াচং আওয়ামীলীগের সমর্থন

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের আহ্বানে উপজেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ও তৃণমুল পর্যায়ের নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা আওয়ামীলীগ ও তৃণমূল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আগামী নির্বাচনে হবিগঞ্জ-২ আসনে প্রার্থী হিসেবে সভাপতি আমির হোসেন মাষ্টারকে সমর্থন দিয়েছেন আওয়ামীলীগের তৃণমূল নেতারা। নিজ নিজ অবস্থান থেকে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত আমির হোসেন মাষ্টারের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকাল ৪টায় আমির হোসেন মাষ্টারের নিজ বাড়িতে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের রাজনীতির প্রাণপুরুষ আমির হোসেন মাষ্টারের নাম ঘোষণা করা হয়। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কবির মাষ্টার, আহমদ লস্কর, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আহাদ মিয়া, শাহজাহান মিয়া, প্রচার সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ ফুল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, সদস্য মিজানুর রহমান খান, এডঃ শেখ ফরহাদ এলাহী সেতু, আওয়ামীলীগ নেতা জালাল উদ্দিন খান বাবুল, ১নং ইউপির সেক্রেটারি কৃষ্ণ দেব, ২নং ইউপির সভাপতি আবু মোতাহের খান লেচু, ৩নং ইউপির সভাপতি আমির হোসেন নিয়াশা, ৪নং ইউপির সভাপতি আব্দুল কাদির, ৭নং ইউপির সেক্রেটারি ইয়াওর মিয়া, ৮নং ইউপি সহ-সভাপতি দুলাল মিয়া, ৯নং ইউপির সভাপতি নানু মিয়া, ১০নং ইউপির আওয়ামীলীগ নেতা লালচাঁন দাস, ১১নং ইউপির সাংগঠনিক রুবেল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কৃষকলীগ সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল, সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল, সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহিন, কলেজ ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক রাজু মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য রৌশনার ভুইয়া লাকি, ৬নং ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক এরশাদ আলী, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহেনারা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক হাসিনা বেগমসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সেক্রেটারি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমির হোসেন মাষ্টারকে তৃণমূল আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সমর্থন জ্ঞাপন করেন।