Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার নবীগঞ্জ সদরস্থ ওসমানী রোডে মের্সাস বরাক ট্রেড এন্ড টেকনোলজি ভবনে ১১ সদস্য বিশিষ্ট মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশন নবীগঞ্জ উপজেলার ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
সকাল ১১ টার দিকে নবীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও আইকে এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও এস.এল এন্টার প্রাইজের স্বাত্ত্বাধিকারী লিটন চন্দ্র দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ সারোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি মতুর্জা ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন আহমদ চৌধুরী জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরব আলী সর্দার।
আমন্ত্রিত অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মোবাইল ফোন রিটেইলার এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক সাজিউর রহমান চৌধুরী মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ দুলাল মিয়া, প্রচার সম্পাদক সুমন আহমেদ, আইটি বিয়ষক সম্পাদক তারেক আহমেদ, জেলা সিনিয়র সদস্য হামিদুল হক শিপন।
উক্ত সভায় সকলের সর্বসম্মতিক্রমে মের্সাস হলি এন্ড ইফরাত টেলিকমের স্বত্ত্বাধিকারী রুবেল আহমেদ চৌধুরীকে সভাপতি, মের্সাস অর্পিতা টেলিকমের অনুপ কুমার রায়কে সিনিয়র সহ-সভাপতি, মের্সাস অপু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী তপন দাশকে সাধারণ সম্পাদক, এসএল এন্টার প্রাইজের লিটন দাশকে সহ-সাধারণ সম্পাদক, আজাদ মাল্টিমিডিয়ার আজাদ আহমেদকে সাংগঠনিক সম্পাদক, জিনিয়াস টেকনোলজির জুয়েল আহমেদকে অর্থ ও পরিকল্পনা সম্পাদক, লিটম টেলিকমের আব্দুর রহমান চৌধুরী লিমনকে প্রচার সম্পাদক, সামিরা টেলিকমের মিজানুর রহমানকে দপ্তর সম্পাদক, আল-আমিন টেলিকমের আহমেদ রেজা, লিসা টেলিকমের জিহাদ খান ও মায়িশা এন্টার প্রাইজের কাজল মিয়াকে সদস্য করে কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে।