Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে গ্যাস লাইনে ক্ষতিগ্রস্থ জমির কৃষকদের মানববন্ধন

বানিয়াচং প্রতিনিধি ॥ বিবিয়ানা-ধনুয়া গ্যাস ট্রান্সমিশন ট্রান্স মিশন কোম্পানীর নবীগঞ্জ থেকে। ঢাকার গাজীপরে গ্যাস পাইপলাইন সংযোগকালে বানিয়াচঙ্গ উত্তর হাওরে শত শত একর ফসলী জমি নষ্ট করায় ক্ষতিগ্রস্থ জমির ন্যায্য মূল্য পাওয়ার দাবীতে মানববন্ধন করেছেন কৃষকগণ।
গতকাল শনিবার বিকালে বানিয়াচঙ্গ শহীদ মিনার এর সামনে মানববন্ধনে কৃষক মখলিছ মিয়ার সভাপতিত্বে ও সাংবাদিক পলাশ মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা নাগরিক কমিটির সভাপতি  মোতাব্বির হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম সেলিম, নাগরিক কমিটির সহ-সভাপতি মাহমদুল হাসান ধন মিয়া, এনজিও বিষয়ক সম্পাদক ও ইয়াছিন আরাফাত মিল্টন, ক্ষতিগ্রস্থ কৃষক অলফুজুর রহমান খান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে কৃষকের ক্ষতিপূরন না দিলে নষ্ট হওয়া ফসলি জমিতে লংমার্চ করে ফাইভ লাইনের কাজ বন্ধ করে দেওয়া হবে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্ষতিগ্রস্থ কৃষক ছফী আলী শাহ, মুতিউর রহমান, সামছুল হক, মজিবুর রহমান, বরকত উল্লা, আব্দুল আজিজ, হফিজুর রহমান, ফয়সল মিয়া, কবীর মিয়া, গোপাল মেম্বার, সিরাজুল হক, ছবর আলী, সাবাজ মিয়া, আব্দুল কাদির মনু মিয়া, ওয়াহিদ মেম্বার,জসিম উদ্দিন, হাবিবুর রহমান প্রমূখ।