Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দোকান থেকে জব্দ করা চা-পাতা জনতার চাপে ফেরত দিল বিজিবি

শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজারে দোকান থেকে জব্দ করা চা-পাতা জনতার চাপের মুখে ফেরত দিতে বাধ্য হয়েছে বিজিবি। দীর্ঘ ১০ ঘণ্টা পর্যন্ত চা-পাতা জব্দ করার ঘটনা নিয়ে বিজিবি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে চা-পাতা ফেরত দেয়ার পর পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একদল বিজিবি সদস্য সাতগাও বাজারে অভিযানে আসে। বিকেল সাড়ে ৩ টার দিকে অভিযানে নেতৃত্ব দেয়া বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অফিসার শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে জরুরী অপারেশনের জন্য একজন ম্যাজিস্ট্রেট’র প্রয়োজনীয়তা প্রকাশ করেন। এরপর বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশেকুর রহমানকে সাতগাঁওবাজারে নিয়ে আসা হয়। সহকারী কমিশানর (ভূমি) সাতগাঁও বাজারে পৌছুলে বিজিবি সদস্যরা বাজারের লিটন স্টোর, শিমুল স্টোর ও বিসমিল্লাহ স্টোরের গোদামে অভিযান চালিয়ে এসব গুদাম থেকে ৩৪৮ বস্তা চা-পাতা জব্দ করে। এ সময় দোকান মালিকরা নিলামে এপরিমাণ চা-পাতা কেনার কাগজপত্র দেখাতে চাইলেও বিজিবি তা দেখতে চায়নি। এতে ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশেকুর রহমান ঘটনাস্থল ত্যাগ করে চলে যান। এই অবস্থায় বাজারের ব্যবসায়ীরা একাট্টা হয়ে বিজিবি’র গাড়ি ঘেরাও করে আটকে রেখে এমপি, ইউএনও, পুলিশ, চেয়ারম্যান ও সাংবাদিকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দকে খবর দেয়। খবর পেয়ে রাত ৯ টায় ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেয় বিজিবি। তারা চেয়ারম্যান, পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের কোন কথা শুনতে রাজি হয়নি। পরে জব্দ করা ৩৪৮ বস্তা চা-পাতা ফেরত দেয় বিজিবি। রাত ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সাথে আলোচনা করে দীর্ঘ ১০ ঘণ্টা পরে উত্তপ্ত পরিস্থিতি স্বাভাবিক করেন।