Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বাষিক সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার দ্বি-বাষিক সম্মেলন সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শ্রী নিখিল আচার্য্যে সভাপতিত্বে ও সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল ও সাবেক সদস্য সচিব রঙ্গ লাল রায়ের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি এডভোকেট পূন্যব্রত চৌধুরী বিভূ। বিশেষ অতিথি সহ-সভাপতি এডভোকেট সুধাংশু সূত্রধর, কেন্দ্রীয় জাতীয় পরিষদ সদস্য নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শংখ শুভ্র রায়, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থ প্রতীম দাশ, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার রায় (মঙ্গল), সদস্য বাদল রায়, দপ্তর সম্পাদক সুধাংশু সূত্রধর, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ বনিক, সহ-সাংগঠনিক সম্পাদক এডঃ তুষার মোদক। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি দেবলা দাশ ও অশোক তরু দাশ, পৌর কমিটির সভাপতি বাবুল চন্দ্র দাশ, সহ-সভাপতি মৃদৃল রায়, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নারায়ন রায়, ভবানী শংকর ভট্টাচার্য্য, সদ্য বিলুপ্ত কমিটির কোষাধ্যক্ষ প্রমথ চক্রবর্তী বেনু, সাংগঠনিক সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, সাবেক কাউন্সিলর যুবরাজ গোপ, কাউন্সিলর প্রানেশ দেব, এডঃ গতি গবিন্দ দাশ, সদস্য আশীষ দাশ, শিলাপদ দাশ, নারায়ন দাশ, কৃপেশ দাশ, প্রভাষক নৃপেশ সূত্রধর, মাধব সরকার, সাধন সূত্রধর, অখিল সূত্রধর, হরিপদ দাশ, সুবিনয় রায়, লিপু রাউথ, রবিন্দ্র পাল, লিটন দেব, দীপ্তেন্দু নারায়ন রায়, সভাপতি মনমথ রায়। সম্মেলনে সাধারণ সম্পাদক সুখেন্দু রায় বাবুল বিগত ২ বছরের বার্ষিক প্রতিবেদন ও হিসাব নিকাশ উপস্থাপন করেন। সম্মেলনের শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন সঞ্জয় কুমার দাশ। বিগত সম্মেলন থেকে ২০১৭ইং সম্মেলন পর্যন্ত যারা মৃত বরন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীলবতা পালন করা হয়। প্রথম অধিবেশনের সভাপতি শ্রী নিখিল আচার্য্যে সমাপনী বক্তব্যে মধ্যে দিয়ে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরবর্তীতে জেলা কমিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় ২য় অধিবেশনের মধ্যে দিয়ে সুখেন্দু রায় বাবুলকে সভাপতি ও নির্মলেন্দু দাশ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।