Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে এক ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক ভুয়া ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তের নাম এরশাদ আলী। তিনি নাটোর জেলার শিঙ্গরা পৌরসভার পাড়শিঙ্গরা গ্রামের আইয়ুব আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালতে স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন আদালতের বিচারক ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবি।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান উপস্থিত ছিলেন।
অভিযোগের বিবরণে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুুপুর ২টার দিকে উপজেলার রানীগাও বাজারের মাওলানা কাউছার আহমদের প্রতিবন্ধি ছেলে মুশফিকুর রহমান হুজাইফা (৪) এর শারীরিক চিকিৎসার জন্য ৯ হাজার টাকা চুক্তি করে ভুয়া ডাক্তার এরশাদ আলী। এ সময় ওষুধের জন্য অগ্রিম টাকা পরিশোধের দাবি করেন এরশাদ আলী। এতে রোগীর স্বজনদের মধ্যে সন্দেহ হয়। তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে শ্রীমঙ্গল প্রতিবন্ধি সেবা কেন্দ্রের ডাক্তার বলে পরিচয় দেন। পরে তারা খবর নিয়ে জানতে পারেন তিনি ডাক্তার নন, একজন প্রতারক। পরে এলাকাবাসী তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোপর্দ করে অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে উপরোক্ত কারাদণ্ডাদেশ দেয়া হয়।