Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ১৮ হাজার কৃষকের মাঝে ৪ কোটি টাকার বীজ ও সার বিতরণ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং উপজেলায় বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর মধ্যে বিনা মূল্যে বোরো ধান বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে কৃষক সমাবেশ এর আয়োজন করে বানিয়াচং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সঞ্চালয় ও সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমদ আখনজী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও  তানিয়া খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, এরশাদ আলী, লুৎফুর রহমান, শেখ সামছুল হক, আহাদ মিয়া, আওয়ামীলীগ নেতা তজুম্মল হক চৌধুরী, এনামুল বাহার খান, শাহনেওয়াজ ফুল মিয়া, নজরুল ইসলাম প্রমুখ। রবি ২০১৭-১৮ মৌসুমে বোরো ধান ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়  বানিয়াচং উপজেলার ১৫টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ১৮ হাজার ৭শ ৩৫ জন কৃষককে জনপ্রতি ১ হাজার টাকা ও জনপ্রতি ৫ কেজি বোরো ধানের বীজ ও ৩০ কেজি করে সার প্রদান করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খান আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে ধান বীজ ও সার তুলে দেন।