Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ে পুলিশে চাকুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের আলমগীর মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সন্তন পরিচয় দিয়ে পুলিশে চাকুরী নেয়ার অভিযোগ উঠেছে। চাকুরী নেয়ার পর থেকে তিনি নীরিহ গ্রামবাসীদের হয়রানী করছেন বলে গতকাল সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন একই গ্রামের বেলাল মিয়া।
সংবাদ সম্মেলনে বেলাল মিয়া বলেন, চাকুরী নিয়ে আলমগীর পিতা হলেন আয়মন আলী এবং মাতার নাম গুলবাহার বিবি। কিন্তু তিনি তার চাচা মুক্তিযোদ্ধা আছকির আলীকে পিতা বানিয়ে ভুয়া সনদপত্র তৈরী করে মুক্তিযোদ্ধা কোটায় চাকুরী নিয়েছেন। মুক্তিযোদ্ধা আছকির আলী অবিবাহিত অবস্থায় ২০১০ইং সালের ২৮ জানুয়ারী মৃত্যুবরণ করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করে বেলাল মিয়া। বেলাল মিয়া চ্যালেঞ্জ করে বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত আছকির আলীর সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করার জন্যই জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যার আশ্রয় নিয়ে মুক্তিযোদ্ধার ভাই আয়মন আলী ছেলে আলমগীর, জাহাঙ্গীর এবং তাদের মা আয়মন আলীর স্ত্রী গুলবাহার বিবি মিলে তারা মুক্তিযোদ্ধার সন্তান ও স্ত্রী দাবী করছেন। বেলাল মিয়া বলেন, আয়মন আলীর স্ত্রী গুলবাহার বিবি মৃত আছকির আলীর সাথে বিবাহের একটি নিকাহ (কাবিন নামা) রেজিষ্ট্রি করেছেন। কাবিন নামায় দেখা যায় বীর মুক্তিযোদ্ধা আছকির আলী বিগত ২৫/১১/২০০৯ইং সনে গুলবাহার বিবিকে বিয়ে করেন। অথচ মৃত্যু সনদে দেখা যায় আছকির আলী ২৮/০১/২০১০ইং সনে মৃত্যুবরণ করেন। কাবিন হিসাব অনুযায়ী বিয়ের ২ মাস ৩ দিনের মাথায় বীর মুক্তিযোদ্ধা আছকির আলী মারা যান। তাহলে আলমগীর মিয়া ও জাহাঙ্গীর মিয়া ওই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জন্ম নিল কবে? এমন প্রশ্ন বেলাল মিয়াসহ এলাকাবাসীর। বেলাল মিয়া আরও বলেন, ভোটার তালিকায় ৫৩ নং ক্রমিকে গুলবাহার বিবি’র নাম রয়েছে। এতে তার স্বামীর নাম রয়েছে আয়মন আলী। ভোটার তালিকা অনুযায়ী গুলবাহার বিবির বয়স ৬০ বছর ৬ মাস ৪ দিন (জন্ম তাং-০৫/০৫/১৯৫৭ইং)। তবে গুলবাহার বিবি আছকির আলীর স্ত্রী হলে বিয়ের কাবিনের তারিখে গুলবাহার বিবির বয়স ছিল ৫২ বছর। এছাড়া জাহাঙ্গীর আলীর ভোটার তালিকায় পিতার নাম মৃত আছকির আলী লিখা থাকলেও মা’য়ের নাম লেখা রয়েছে গুলবাহার বেগম। ওই তালিকা অনুযায়ী জাহাঙ্গীরের (জন্ম তাং- ০৭/০৩/১৯৯৫ইং) বয়স ২২ বছর ৮ মাস ৩ দিন। একই তালিকায় পুলিশে চাকুরী নেয়া আলমগীর মিয়ার পিতার নাম আছকির আলী উল্লেখ থাকলেও মায়ের নাম গুলবাহার বিবি লেখা রয়েছে। সে অনুযায়ী তার বয়স (জন্ম তাং-০৬/-১/১৯৯৬) ২১ বছর ১০ মাস ৩দিন। তিনি আরও বলেন, ইতিপূর্বে জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে আদালতে ও থানায় প্রতিবেশীদের বিরুদ্ধে একাধিক মামলা করেছেন। এসব মামলায় তার পিতার নাম লিখিয়েছেন আয়মন আলী। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীরের ফুফুতো ভাই আব্দাল মিয়া, বিশিষ্ট মুরুব্বী আব্দুর রশীদ, আমীর আলী ও ময়না মিয়া।