Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিপিন পালের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রতিকৃৎ বাগ্মী নেতা বিপিন পালের ১৫৯তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিপিন পাল স্মৃতি সংসদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ এর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আজহারুল ইসলাম, সংবর্ধিত ব্যক্তি তরফ সাহিত্য পরিষদ সভাপতি সৈয়দ মোঃ আব্দুল্লাহ, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান ও মোঃ ফজলুর রহমান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ আলী মমিন, সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। বক্তব্য রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা আব্দুল হক, অধ্যক্ষ আব্দুর রব শাহীন, সৈয়দ এবাদুল হাসান, মোঃ জাহির মিয়া, প্রভাষক জালাল উদ্দন রুমী, তোফাজ্জল সোহেল।
সভায় বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ আব্দুল্লাহ ও প্রয়াত সুভাষ চন্দ্র দেবের ছেলে সৌরভ বিকাশ দেবের হাতে সম্মাননা তুলেদেন অতিথিবৃন্দ।
সভায় পইল প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনির ছাত্র পিতৃহীন গরীব মেধাবী শরীফ উদ্দিন সততার পরিচয় দেয়ায় তাকে পুরস্কৃত করা হয়। এ সময় সভায় উপস্থিত হবিগঞ্জ গ্রীনলীফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এবাদুল হাসান ওই ছাত্রকে বৃত্তি প্রদানের ঘোষণা দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করা হয়।