Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে ধানের ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার ॥ রাতের আধারে হত্যা করে দুর্বৃত্তদের পলায়ন

স্টাপ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার নন্দীপাড়া গ্রামে ধানের জমি থেকে সমির দাশ ওরফে রিপন দাশ (২৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের কৃষ্ণ দাশের ছেলে। স্থানীয়রা ধারনা করছেন, কে বা কারা রাতের আধারে তাকে হত্যা করে পার্শ্ববর্তী ফসলের জমিতে ফেলে রাখে।গতকাল ৭ নভেম্বর সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরন করে বানিয়াচং থানায় পুলিশ।
স্থানীয়রা জানান, ওই দিন সকালে ফসলী জমিতে রিপনের লাশ দেখতে পান এলাকাবাসী। এ সময় তারা বানিয়াচং থানায় খবর দিলে থানার এস আই হুমায়ুন কবিরসহ একদল পুলিশ সেখানে উপস্থিত হয়ে এলাকাবাসীরর সহযোগীতায় লাশ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, এ ঘটনায় রিপন দাশের পিতা উপজেলা আওয়ামীলীগ নেতা কৃষ্ণদাশ বাদী হয়ে একই এলাকার মারুফ আহমেদসহ কয়েকজনকে আসামী করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন, একই এলাকার মারুফ আহমেদ এর সাথে দীর্ঘদিন ধরে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মারুফ আহমেদ (২৩) এবং অজ্ঞাত আরো কয়েকজন মিলে রাতের আধারে রিপন দাশকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ রিপন দাশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় মারুফ আহমেদসহ কয়েকজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।