Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে খামারীর ৯শতাধিক হাঁসের বাচ্চার রহস্যজনক মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের মক্রমপুর গ্রামের হাঁসের খামারী জগলু মিয়ার খামারে ৯শতাধিক হাঁসের বাচ্চার রহস্যজনক মৃত্যু হয়েছে। একসাথে এতগুলো বাচ্চার কিভাবে মৃত্যু হয়েছে, এনিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় বাচ্চাগুলি মারা যায়। ঘটনার রহস্য উদঘাটনে খামারী মালিক বানিয়াচং থানায় জিডি করেছেন। জিডি নং-১৪৯, তারিখ-৪.১১.১৭ইং।  জিডিতে জগলু মিয়া উল্লেখ করেন, তার খামারে ৩হাজার হাঁসের বাচ্চা রয়েছে। গত আশ্বিন মাসে তিনি একদিন বয়সের ৩ হাজার বাচ্চা কিনে খামার শুরু করেন। শুক্রবার রাতে বাচ্চাগুলোর পরিচর্যা শেষে তিনি ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান ৯৩০টি বাচ্চা মারা গেছে। এছাড়া আরো অনেকগুলো বাচ্চা অসুস্থ হয়ে মারা যাচ্ছে। পরে তিনি বানিয়াচং পশু সম্পদ অফিসে যোগাযোগ করেন। পশু সম্পদ কর্মকর্তা পরীক্ষা-নীরিক্ষা করে মরে যাওয়ার কারণ নিশ্চিত করে মতামত প্রদান করবেন বলে জানান।
এব্যাপারে খামারী জগলু মিয়া জানান, আমার ক্ষতি করার জন্য কেউ হয়ত: বিষপ্রয়োগ করতে পারে অথবা কোন রোগের কারণেও এতসব বাচ্চা মারা যেতে পারে। পশু সম্পদ অফিসের মতামতের পরই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। বানিয়াচং থানার তদন্ত কর্মকর্তা ঘটনার রহস্য উদঘাটন করে পরবর্তীতে মামলা দায়ের করবেন বলে জানা গেছে।