Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন

hdr

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার উপজেলা স্বস্থ্য বিভাগের আয়োজনে এ উপলক্ষে স্থানীয় মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ। এমটি ইপিআই বিভাগের জুবায়ের আহমদ খান এর সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ চন্দ, চ্যানেল এস ও হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, স্যানেটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায়। আলোচনা সভা শেষে প্রধান  অতিথি মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রদের কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্যে দিয়ে জাতীয় কৃমি নিয়স্ত্রন সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বানিয়াচং হাসপাতালের প্রধান সহকারী গোবিন্দ লাল দাস, অফিস সহকারী মুখলেছুর রহমান।
উল্লেখ্য, ৪ নভেম্বর থেকে ৯ নভেম্বর ৫ থেকে ১২ বছরের শিশুদের এবং ১৬ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ১২ থেকে ১৬ বছর বয়সী ছাত্রছাত্রীকে কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়াও ওই বয়সী শিশু ও কিশোরদেরও এ ট্যাবলেট খাওয়ানো হবে বলেও জানিয়েছেন টিএইচও ডাঃ ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান। এ বছর বানিয়াচং উপজেলায় ৯৩ হাজার কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।