Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে স-মিল থেকে এক ব্যক্তির ৮০ হাজার টাকার গাছ উধাও

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে একটি স-মিল থেকে এক ব্যক্তির ৮০ হাজার টাকা মূল্যের আকাশি গাছের দুইটি অংশ উধাও হয়ে গেছে। গাছের মালিক হলেন, শানখলা ইউনিয়নের গোড়ামি গ্রামের রবীন্দ্র বৈদ্য। স-মিলটি হচ্ছে ইসলাম তরফতার তনুর মালিকানাধীন। ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ দেউন্দি ক্রস রোড নামকস্থানে মিলটির অবস্থান।
গাছের মালিক রবীন্দ্র বৈদ্য জানান, গত ১৭ অক্টোবর গাছটি চিড়ানোর জন্য তিনি ওই স-মিলের মেস্তরী জালাল মিয়া ও রুহুল আমীনের মাধ্যমে স-মিলে নিয়ে যান। এর মধ্যে গাছের কিছু অংশ চিড়িয়ে নেয়া হয়েছে। বাকী ৭ ফুট লম্বা, সাড়ে ৬ ফুট বেড় গাছের দুইটি অংশ চিড়ানো জন্য মিলে রাখা হয়। যার বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এরই মধ্যে ৩০ অক্টোবর গাছ দুইটি উধাও হয়ে যায়।
গাছ মালিক রবীন্দ্র বৈদ্য জানান, বাড়ীতে ফলানো বিশাল আকৃতির আকাশি গাছটি ঘরের কাজের জন্য গত ১৫ সেপ্টেম্বর শানখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়ন পত্রের মাধ্যমে কাটা হয়। পরে চিড়ানো জন্য স-মিলের মেস্তরী জালাল মিয়া ও রুহুল আমীনের মাধ্যমে তাদের মিলে নেয়া হয়। মিল থেকেই গাছের অংশ দুইটি উধাও হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স-মিল থেকে বিশাল আকৃতির গাছ উধাও হয়েছে মর্মে মৌখিক অভিযোগ পেয়েছি। পরে থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।