Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাংবাদিক হারুন চৌধুরী পিতার ইন্তেকাল ॥ বিভিন্ন মলের শোক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই’র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক চৌধুরী গতকাল শুক্রবার সকাল ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শহরের রাজনগরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন ইন্না…… রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যু সংবাদ পেয়ে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ীক ও সামাজিক নেতৃবৃন্দ মরহুমের বাসায় গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। গতকাল বাদ জুম্মা মরহুমের প্রথম জানাযার নামাজ রাজনগর জামে মসজিদে ও দ্বিতীয় জানাযা পৌর কবরস্থান প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসল্লী অংশ গ্রহন করেন। জানাযার নামাজের পূর্বে মরহুমের বড় ছেলে হারুনুর রশিদ চৌধুরী মুসল্লিদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মাগফেরাত কামনা করেন।
বিভিন্ন মহলের শোক
হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খোয়াই নির্বাহী সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর পিতা মোঃ আব্দুর রাজ্জাক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
বিবৃতিদাতাগন হলেন-হবিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সাধারণ সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, জেলা বিএনপির সহ সভাপতি মাধবপুর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সভাপতি মোঃ আমির হোসেন, শামসুল আলম চৌধুরী রাহাত, মোঃ ফজলুর রহমান,  চেম্বার প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল, জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবুল কালাম। আমিন চান কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী আবুল কাশেম, জাতীয় পার্টির নেতা আব্দুল হামিদ চৌধুরী, সাবেক সহসভাপতি আব্দুল বারী লস্কর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, সাধারণ সম্পাদক এডঃ এস এম বজলুর রহমান, মাধবপুর উপজেলার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ সুফিয়া আকতার হেলেন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মোঃ আলাউদ্দিন আল রনি, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আলমগীর খান ও সাধারণ সম্পাদক আব্দুল হালীম, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল ও সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক মহসিন সিকদার, সৈয়দ আজহারুল হক বাকু, আব্দুল মালেক, আব্দুল আউয়াল মজনু, ফখরুল আলম বাবুল, এম.এ ইকবাল হোসেন খান, সালাউদ্দিন টিটু, হাসবী সাঈদ চৌধুরী, মাকসুদুর রহমান উজ্জ্বল, আব্দুল কাইয়ুম, কুতুব উদ্দিন শামীম, ফজলে রকীব মাখন, এমদাদুল হক ইমরান, কাজী হুমায়ুন আহমেদ রাজু, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, সহ-সভাপতি নওরোজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন সাই, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাহিত্য সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আব্দুল হক রেনু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন, দপ্তর ও পাঠাগার সম্পাদক রামেন্দ্র কিশোর মিত্র, নির্বাহী সদস্য এড: হুমায়ুন কবির সৈকত, ফিরুজুল ইসলাম চৌধুরী, সমীরণ চক্রবর্তী শংকু, সদস্য সমুজ আলী, আ স ম আফজল আলী, প্রভাষক জালাল উদ্দিন রুমি, এ কে এম ফজলুল হক চৌধুরী সেলিম, পীর জাদা সৈয়দ শাহীনুর রহমান শাহান শাহ, এড: আব্দুল আলিম তালুকদার, কামরুল হাসান, কামরুজ্জামান আল রিয়াদ, আমীর ফারুক তালুকদার, সৈয়দ এম আর মাসুক ভান্ডারী, এম শামীম চৌধুরী, মহিবুর রহমান, চুনারুঘাট মুড়ারবন্দস্থ সিপাহ সালার সৈয়দ শাহ নাছির উদ্দিন (রঃ) স্মৃতি পরিষদ সভাপতি পীরজাদা সৈয়দ হাসান ইমাম চিশতী, সাধারণ সম্পাদক সৈয়দ সফিক আহমদ চিশতী সফি, খাদেম মোজাম্মিল আহমেদ হামিদ, ড. এস এম ইলিয়াছ, ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।