Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা মোতাচ্ছিরুল ইসলামকে গণ সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশ প্রত্যাবর্তন করায় হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্ঠা মোতাচ্ছিরুল ইসলামকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার শহরের আরডি হল প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা টমটম মালিক-শ্রমিক ঐক্য পরিষদ তাকে এ সংবর্ধনা দেয়। সংগঠনের সভাপতি এনএম ফজলে রাব্বী রাসেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব মোঃ মোতাচ্ছিরুল  ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান উপদেষ্ঠা মন্ডলীর সদস্য তোরাব আলী, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, হবিগঞ্জ জেলা সিএনজি অটো রিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মোঃ উস্তার মিয়া, আলা চৌধুরী, আব্দুল কদ্দুছ, মনিরুল আলম বাছির, আনোয়ার হোসেন আনু, শাহিদুল হোসেন আখনজী, মহিবুল ইসলাম সোহেল, স্বপন কুমার গোপ, আশরাফ উদ্দিন চৌধুরী অনিক, সাইফুদ্দিন জাবেদ প্রমূখ।
সংবর্ধনা অনুষ্ঠানে হবিগঞ্জ চৌধুরী বাজার থেকে শায়েস্তানগর ও বাসস্ট্যান্ড পর্যন্ত সরাসরি ১০টাকা টমটম ভাড়া নির্ধারণ করা হয়। আজ থেকে উল্লেখিত স্থানে ১০টাকা করে টমটম ভাড়া নেয়া হবে।
যে কোন স্থানে যাত্রী উঠা নামা পূর্বে ভাড়া ৫টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেন। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোতাচ্ছিরুল ইসলাম বলেন-টমটম মালিক ও শ্রমিকদের সাথে অতিথি যে সুখে দুঃখে ছিলাম ভবিষ্যতে পাশে থাকবো। তিনি বলেন-টমটম শ্রমিককে অনেকেই শিক্ষিত। দীর্ঘ ১০ বছর যাবত টমটম পরিবহনের কোন ভাড়া বাড়ানো হয়নি। মানবিক বিবেচনা করে টমটম পরিবহনের ভাড়া বাড়ানো উচিত। তাই শ্রমিকদের সাথে আমি ঐক্যমত প্রকাশ করছি। সংবর্ধনা অনুষ্ঠানে পুরুষের পাশাপাশি মহিলা টমটম মালিকরা অংশ নেয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন-মোতাচ্ছিরুল ইসলাম সুখে-দুঃখে যেমন তাদের পাশে রয়েছে, টমটম শ্রমিকরা যে কোন প্রয়োজনে ভবিষ্যতে তার পাশে থাকবেন।