Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জ জেএসসি পরীক্ষার্থী সোহাগ অন্ধত্বকে জয় করতে চায়

স্টাফ রিপোর্টার ॥ চোখের জ্যোতি না থাকলেও অসাধারণ স্মরণশক্তি এবং প্রখর বুদ্ধি দিয়ে এক ধাপ (পিএসসি) অতিক্রম করে এবার জে.এস.সি পরীক্ষায় অংশগ্রহণ করেছে দৃষ্টি প্রতিবন্ধী আমিনুল ইসলাম সোহাগ। বুধবার শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে কেন্দ্র প্রধানের  কাছ থেকে জানা যায় সোহাগের তথ্য। সরেজমিনে দেখা যায় ১৯নং হলের প্রথম বেঞ্চে বসে সোহাগ পরীক্ষা দিচ্ছে। তার পাশে বসা শ্র“তি লেখক সপ্তম শ্রেণীতে পড়ুয়া জাহের মিয়া। শ্র“তি লেখক জাহের মিয়া প্রশ্ন পড়ে শুনালে সোহাগ উত্তর বলে দিলে শ্র“তি লেখক খাতায় উত্তর লিখছেন।
সোহাগ জানায়, তার গ্রামের লস্করপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসপি পরীক্ষায় শ্র“তি লেখকের মাধ্যমে অংশগ্রহণ করে ৩.১৭ পেয়েছিল। এবার জেসএসসি পরীক্ষায় ভালো রেজাল্টের আশা রয়েছে তার।
সে জানায়, তার বয়স যখন ৫ মাস তখন কঠিন জ্বরে আক্রান্ত হলে তার চোখ দুইটি অন্ধ হয়ে যায়। চিকিৎসার এক পর্যায়ে চোখ কিছুটা ভাল হলে মাঝে মধ্যে ঝাপসা দেখা যায়। কষ্ট করে পড়তে পাড়লেও লিখতে পারেন না।
পৃথিবীতে প্রতিবন্ধীদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধীদের জীবন সবচেয়ে কষ্টের। তাদের জীবনের সমস্ত পাতা জুড়ে থাকে করুণ সব বর্ণ। অন্যের ওপর নির্ভর হয়ে বেঁচে থাকতে হয় তাদের। কিন্তু সোহাগ সেই অন্ধত্ব, সেই কষ্টকে জয় করতে চায়। সে চায় নিজের পায়ে দাড়াতে। বড় হয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কাজ করতে।
সোহাগের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামে। সে স্থানীয় গংগানগর উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।