Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুব দিবস পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় যোগ দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এম.এ মুনিম  চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র এটিএম সালাম। শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। যুব প্রশিক্ষণার্থীর মধ্যে বক্তব্য রাখেন, জন্তরী গ্রামের জসিম উদ্দিন, নোয়াগাঁওর জামাল মিয়া। পরে অতিথিবৃন্দ প্রশিক্ষণ সদন বিতরণ ও ১৪ জনের মধ্যে ঋণের চেক বিতরণ করেন।  ৯ জন পুরুষ ও ৫ জন মহিলার মধ্যে ৪ লাখ ৭০ হাজার টাকার ঋণ চেক বিতরণ করা হয়।