Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহান অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শততম বার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ ব্যক্তি মালিকানার পৃথিবীকে বদলে দিয়ে সামাজিক মালিকানার মানবিক বিশ্ব গড়ে তুলুন” এই শ্লোগানকে ধারণ করে গত ৩০ অক্টোবর সোমবার বিকাল ৪টায় স্থানীয় আরডি হল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয় এবং লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে। সভায় বক্তব্য রাখেন, বাসদ কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, সিপিবি  সভাপতি মন্ডলীর সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন। সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন পুজিবাদী ব্যবস্থা শ্রমিকের শ্রম শোষণ করে, বেকারত্ব সৃষ্টি করে, নিজেরা অঢেল অর্থ সম্পদের মালিক সহ, যুব সমাজকে নিজেদের প্রয়োজনে মাদকাসক্ত এবং মানুষকে মনুষত্বহীন করার মাধ্যমে নিজেরা অঢেল সম্পত্তির মালিক হইয়াও শ্রমজীবী মানুষকে ন্যায্য মজুরী থেকে বঞ্চিত রাখে। কাজেই এই ব্যবস্থা দিয়ে মানুষের মুক্তি আসবে না। এই ব্যবস্থা ভেঙে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। এই ব্যবস্থা শত বৎসর পূর্বে মহামতি লেনিন রুশ বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠা করেন। যা মানব সভ্যতার ইতিহাসে এক অবিস্মরনীয় ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে সোভিয়েত রাশিয়ায় ধনিক শ্রেণীকে ক্ষমতা থেকে সরিয়ে শ্রমিক শ্রেণী ক্ষমতা দখল করে। তাই এই বিপ্লব পৃথিবীর শ্রমজীবী মানুষের কাছে আত্মঅহংকারের এবং মর্যাদারও বটে। অক্টোবর বিপ্লব উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সদস্য সচিব এডঃ জুনায়েদ আহমেদ এর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডঃ রনজিৎ কুমার দত্ত, এডঃ তুরাব মমআলী খন্দকার, কমরেড হাবিবুর রহমান, কমরেড নুরুল হুদা চৌধুরী শিবলী, এডঃ তাজউদ্দিন আহমেদ সুফী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, প্রবাসী প্রগতিশীল নেতা মুখলেছ মুন্তাছির, ফরিদ আহমেদ, এডঃ কামরুল ইসলাম, কমরেড মোহাম্মদ আলী, মোশারফ হোসেন খান শান্ত, কমরেড আব্দুর রশিদ, এআরসি কাউছার ও আব্দুল হাকিম প্রমুখ।