Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে ॥ শহরের সবুজবাগে অবস্থিত খোয়াই হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ

পাবেল খান চৌধুরী ॥ অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশসহ বিভিন্ন অভিযোগে শহরের সবুজ বাগ এলাকায় অবস্থিত বেসরকারী খোয়াই হাসপাতাল এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এর পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ কাজী জাহাঙ্গীর হোসেন পিএইচডি স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশ প্রদান করা হয়।
গত ১০ অক্টোবর প্রেরিত পত্রেবলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন কমিটির কর্মকর্তারা গত ২৩ সেপ্টেম্বর হবিগঞ্জ শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের পরিবেশ ও কার্যক্রম পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে কমিটির কর্মকর্তারা খোয়াই হাসপাতালে বেশ কয়েকটি  অনিয়ম পরিলক্ষিত করেন।
পত্রে বলা হয়, পরিদর্শনকলে হাসপাতাটির অপারেশন থিয়েটারের পরিবেশ অস্বাস্থ্যকর ও অপারেশন নোট সংরক্ষণ করা হয়নি। ডায়গনিষ্টক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ রি-এজেন্ট ব্যবহার, প্যাথলজিষ্ট এর স্বাক্ষর করেন টেকনোলজিষ্ট। এছাড়া কোন ডিউটি ডাক্তার না থাকা, ডিপ্লোমা নার্স ৫ জনের স্থলে মাত্র ১ জন বলে পত্রে উল্লেখ করা হয়। এ সব অভিযোগে হবিগঞ্জ শহরের সবুজবাগ এলাকার নাসির প্লাজায় স্থাপিত খোয়াই হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এবং লাইসেন্স কেন বাতিল করা হবে না এ বিষয়ে ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়।