Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এনা পরিবহন থেকে ১ যাত্রীর ল্যাপটপ খোয়া

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট লাইনের যাত্রীবাহী বাস এনা পরিবহন থেকে প্রায় প্রতিনিয়তই যাত্রীদের ব্যাগ, মোবাইল, ল্যাপটপসহ মুল্যবান জিনিসপত্র খোয়া যাচ্ছে। কর্তৃপক্ষ নির্বিকার।
গত বৃহস্পতিবার বিকালে ঢাকার মহাখালী বাসষ্ট্যান্ড থেকে ছেড়ে আসা এনা পরিবহনের ১টি বাসে হবিগঞ্জের ডাক্তার আলী আহসান চৌধুরী পিন্টু হবিগঞ্জ আসছিলেন। পথিমধ্যে মাধবপুর পার হওয়ার পর ডাক্তার পিন্টু দেখেন তার ল্যাপটপের ব্যাগটি নেই। তাৎক্ষনিক তিনি বাস কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। ৫০ হাজার টাকা মূল্যের এইচপি ল্যাপটপ মালামাল রাখার স্থান থেকে খোয়া যায়। এছাড়াও গত কয়েক দিন পূর্বে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার এক মহিলা যাত্রীর মূল্যবান মালামাল খোয়া যায়।
এব্যাপারে ডাক্তার আলী আহসান চৌধুরী পিন্টু অভিযোগ করেন, এই ঘটনার সাথে গাড়ীর সুপারভাইজারসহ স্টাফরা জড়িত রয়েছে। তবে এব্যাপারে এনা পরিবহনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়।