Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে চাউল আত্মসাতের ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রূপম এর বিরুদ্ধে ভিজিএফ’র সাড়ে ৫ টন চাউল আত্মসাত এর ঘটনায় মামলা  দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে লাখাই উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদ্যুৎ আচার্য্য বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান মামলা করার সত্যতা নিশ্চিত করে জানান, ভিজিএফ এর চাউল চেয়ারম্যানের নামে বরাদ্ধ হয়। তাই শুধু মাত্র চেয়ারম্যানকে আসামী করে এই মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ও ২৬ অক্টোবর সরকারি তালিকা অনুযায়ী ওই ইউনিয়নের ১ হাজার ৯শ’ জনের মাঝে চাউল বিতরণের কথা ছিল। কিন্তু উল্লেখিত পরিমাণ মানুষকে ওজনে কম দিয়ে চেয়ারম্যান সাড়ে ৫ টন চাউল আত্মসাত করেন। খবর পেয়ে তিনি পুলিশকে সাথে নিয়ে এ চাউল জব্দ করেন। লাখাই থানার ওসি বজলার রহমান জানান, চেয়ারম্যান আরিফ আহমেদ রূপমকে গ্রেফতার করতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান চেয়ারম্যানের কার্যালয়ের একটি কক্ষ থেকে ১১১ বস্তায় থাকা সাড়ে ৫টন চাউল জব্দ করেন।