Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ছাত্রদল নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে নবীগঞ্জে জহিরুল ইসলাম সোহেল’র নেতৃত্বে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভপতি জিল্লুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শাওনসহ গ্রেফতারকৃত ছাত্রদল নেতা হাসানুল হোসেন সৌরভ, উজ্জ্বল মিয়া, আতাউর রহমান রিপন, মোশাহিদ মিয়া, আব্দুল মান্নান ও সাইদুল হকসহ সকল ছাত্রদল নেতাকর্মীদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবীতে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে উপজেলা ছাত্রদল নেতা পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল-এর নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নবীগঞ্জ নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনারখনি পয়েন্টে এক প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। জহিরুল ইসলাম সোহেল-এর সভাপতিত্বে ও পৌর ছাত্রদল নেতা কপিল আহমেদের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আল-আমিন চৌধুরী, ফরহাদ আহমেদ, হুমায়ূন আহমেদ, এস.এম আল-আমিন, মোঃ কাজল মিয়া, সুমন আহমেদ, রাসেল আহমেদ, ফরহাদ হোসেন বাবু, সোহেদ আহমেদ, সাইফুর রহমান বাবু, লিটন আহমেদ, কামাল আহমেদ, শিপন মিয়া, রুবেল আহমেদ, নাঈম আহমেদ, কামরুল হাসান, ইসলাম উদ্দিন, জামিল আহমেদ, রাকিব আহমেদ, আবু সুফিয়ান, কাশেম মিয়া, হুমায়ূন রশীদ, এস.ডি পলাশ, কলেজ ছাত্রদল নেতা জোলন আহমেদ, মোঃ তারেক মিয়া, মোঃ প্লাবন মিয়া, হৃদয় আহমেদ, মোঃ নাবিদ মিয়া, সাবের মিয়া, মোঃ আমির হামজা, পিয়াস আহমেদ, মহসীন আহমেদ, ফারুক আহমেদ, তন্ময় আহমেদ, শামীম আহমেদ, মোঃ হোসেন মিয়া, মোঃ মিটন মিয়া, মোঃ নাজু মিয়া, মোঃ রাহাত মিয়া, ইমু আহমেদ, মাহিদ আহমেদ প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বর্তমান আওয়ামী সরকার জেলা ছত্রদল নেতাকর্মীদের হয়রানীর উদ্দেশ্যে স্বরযন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে তৃণমূলে ছাত্রদলের কর্মকাণ্ড স্থবির করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। মামলা হমালা দিয়ে ছাত্রদল কর্মীদের ধমিয়ে রাখা যাবেন না। এসময় বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।