Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সাতছড়ি জাতীয় উদ্যানের বন্যপ্রাণী ও উদ্ভিদ রক্ষায় বিশেষ উদ্যোগ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানের বিলুপ্ত প্রায় ও বিপদাপন্ন নানা প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রক্ষায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সহ-ব্যবস্থাপনা কমিটি। ক্রেল প্রকল্পের আওতায় বন বিভাগ ও ব্যবস্থাপনা কমিটি এ উদ্যোগ বাস্তবায়ন করবে। গতকাল মঙ্গলবার উদ্যানে এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ প্রধান শিক্ষক সত্যেন্দ্র দেব, পিপলস ফোরাম সভাপতি শফিকুল ইসলাম আবুল,সহ-সভাপতি রাবেয়া খাতুন, শিক্ষক বশির আহমেদ, বিট কর্মকর্তা আনিসুজ্জামান, ক্রেল কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, সিপিজি সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে জাতীয় উদ্যানের নানা প্রজাতির বিলুপ্ত প্রায় ও বিপদাপন্ন উদ্ভিদ, বন্যাপ্রাণী পাখি, স্বরীসৃপ, উভচর প্রাণী রক্ষায় বনের উপর অত্যাচার বন্ধে মানুষকে সচেতন করা, তাদেরকে বনের উপর নির্ভশীলতা কমিয়ে আনা, বিকল্প কর্মসংস্থান, পাখি ও বন্যপ্রাণীর খাবার এবং পানি সংকট দূর করাসহ নানা উদ্যোগ নেওয়া হয়। এছাড়া প্রজাপ্রতি রক্ষায় পরিকল্পনা গ্রহণ করা  হয়েছে।
সাতছড়ি জাতীয় উদ্যানেই রয়েছে ২শ প্রজাতির নানা ধরনের পাখি। এসব পাখির খাবারের জন্য ফলজ গাছ লাগানো, বসবাসের জন্য উচ গাছ সংরক্ষণ করা হবে। বন্যপ্রাণী যেমন সজারু, বনরুই, চশমাপড়া হনুমান, মুখপুড়া হনুমান, উল্লুক, লজ্জাবতী বানর, কালো ভল্লুক, সিংহ বানরের জন্য খাবার বাড়ানো এবং পানি সংকট দূর করা। এছাড়া বনের অভ্যন্তরে মানুষের অবাধ যাতায়াত বন্ধ, দলবেধে ট্রেইল হাইকিং এবং জ্বালানী সংগ্রহকারীদের বনের অভ্যন্তরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।