Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে জেলা ব্রান্ডিং বিষয়ে প্রেসব্রিফিং পর্যটনই হবে জেলার ব্রান্ডিং

স্টাফ রিপোর্টার ॥ ‘পাহাড় টিলা হাওর বন, পর্যটনে হবিগঞ্জ’ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার ব্রান্ডিং হবে পর্যটন। কারন এই জেলায় যেমন রয়েছে পাহাড়, হাওর এবং সমতলের অপূর্ব সমন্বয়। চা বাগান, গ্যাস ফিল্ড, রাবার বাগান এর প্রাকৃতিক সম্পদের ভরপর এই এলাকায় অনেক দর্শনীয় এবং ঐতিহ্যবাহী স্থানও রয়েছে । রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী পশু শাইল চাউল, কচুর মুখি এবং কৈ মাছ। আদীবাসীসহ সাংস্কৃতিক বৈচিত্রেও ভরপুর হবিগঞ্জ জেলা। এই সকল কিছুকে পরিকলিপ্তভাবে পরিবেশনের মাধ্যমে পর্যটনকেই জেলার ব্রান্ডিং হিসাবে বেচে নেয়া হয়েছে। হবিগঞ্জে যখন কোন পর্যটক আসবেন তখন তিনি শুধু দর্শনীয় স্থানই দেখবেন না। সেখানে তিনি খাদ্য হিসাবে পাবেন পশু শাইল চাউল, কচুর মুখি এবং কৈ মাছ। সাথে নিতেও পারবেন। ক্রয় করতে পারবেন মনিপুরীসহ আদীবাসীদের তৈরি বিভিন্ন সামগ্রী। এমনকি সেখানেই তিনি উপভোগ করতে পারবেন ধামালীসহ আদীবাসী নৃত্য এবং স্থানীয় ঐতিহ্যবাহী সংস্কৃতি।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহায়তায় জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত প্রেসব্রিফিংএ এই তথ্য জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলমের সভাপতিত্বে প্রেসব্রিফিংএ উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক জাকারিয়া, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম এবং জেলা তথ্য কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।