Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খোয়াই নদীর পানি বৃদ্ধি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত

স্টাফ রিপোর্টার ॥ দু’দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল রোববার বিকেলে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
গত শুক্র ও শনিবার দুইদিনের টানা বর্ষণে খোয়াই নদীতে বন্যা সৃষ্টি হয়। গতকাল রোববার দুপুর সাড়ে ৩টায় খোয়াই নদীর চুনারুঘাটের বাল্লা পয়েন্টে এ রিডিং পরিমাপ করে পানি উন্নয়ন বোর্ড। এ সময় হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে পানি ছিল বিপদসীমার ১৭৫ সেন্টিমিটার ওপরে। এর আগে সকাল ৯টায় বাল্লাতে ২২০ ও হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপদসীমার ১৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খোয়াই নদীর পানি।
পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত জানান, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে শনিবার দিনগত রাত ১২টার পর থেকে খোয়াই নদীর পানি বাড়তে শুরু করে।