Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবরে লিখিত এ অভিযোগ সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দাখিল করেন বিএনপি দলীয় প্রার্থী মোঃ চান মিয়া। অভিযোগে তিনি বলেন, গতকাল শনিবার দুপুর ২ টা থেকে প্রতিপক্ষ প্রার্থী মোঃ তারা মিয়ার ‘নৌকা’ প্রতীকের পক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকাশ্য নির্বাচনী প্রচার সভা করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে দুই উপজেলা চেয়ারম্যান অংশগ্রহণ করেন। যা এলাকার জনসাধারণসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষ করেছেন বলে তিনি অভিযোগে দাবি করেন। অভিযোগে তিনি আরো বলেন, সরকারী স্থাপনা ব্যবহার করে এবং সংবিধিবদ্ধ ব্যক্তির অংশগ্রহণে নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠানের মাধ্যমে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। যা সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য এবং সমান সুবিধায় নির্বাচনী প্রচারণার মাঠকে প্রশ্নবিদ্ধ করেছে।
উক্ত উপ-নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ তারা মিয়া (নৌকা), মোঃ চান মিয়া (ধানের শীষ), ডা. রমিজ আলী (আম) ও মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ মিয়া (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন।