Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হাজরো শ্রোতা মাতিয়ে গেলেন লালন কন্যা বিউটি ও চ্যানেল আই সেরাকণ্ঠ শিল্পী আশিক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কালীপুজা উপলক্ষ্যে হাজারো দর্শকশ্রোতাকে মাতিয়ে গেলেন ক্লোজআপ সেরা লালন কন্যা বিউটি ও চ্যানেল আই সেরাকণ্ঠ হবিগঞ্জের শিল্পী আশিক। নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা মহাকাল সংঘের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে কালীপুজা উপলক্ষ্যে এক জমাকালো সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ সেরা লালন কন্যা বিউটি ও চ্যানেল আই সেরাকণ্ঠ হবিগঞ্জের শিল্পী আশিক, হবিগঞ্জের শিল্পী এস.আই নিতাই। এছাড়া নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের একঝাক শিল্পীরা কালীপুজার সম্পূর্ণ লীলা নৃত্য ও অভিনয়ের মাধ্যমে তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। মহাকাল সংঘের উপদেষ্টা নির্মলেন্দু দাশ রানা, উপস্থাপক উজ্বল দাশ, সভাপতি নীলকণ্ট দাশ সামন্ত, সাধারণ সম্পাদক চন্দন দেব, অর্থ সম্পাদক যুব দাশ, সাংগঠনিক লিটন দাশ, দুলাল দাশ, তনয় কান্তি ঘোষ অনজন প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার, পৌরসভায় মেয়র ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুর জাহান চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, মোঃ মালিক মিয়া, ওসি মোঃ আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্য্য, সাধারণ সম্পাদক সুখেন্দু রায়, পৌর পুজা উদযাপন কমিটির সভাপতি প্যানেল মেয়র বাবুল চন্দ্র দাশ, উপজেলা পুজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, সাবেক সাধারণ সম্পাদক রঙ্গলাল রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আমিনুর রহমান চৌধুরী, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল, উপজেলা ছাত্রলীগ নেতা খুর্শেদ আলম মফিজ, এসআই সুজিত চক্রবর্ত্তী, এসআই প্রদ্যুত ঘোষসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উক্ত পুজা মন্ডপে বিউটি ও আশিকের গান শোনতে হাজারো দর্শকশ্রোতা সেখানে ভীড় জমান। উক্ত ঝমকালো সংগীতানুষ্টান উপহার দেওয়ায় মহাকাল সংঘ নবীগঞ্জে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।