Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কবি পার্থসারথি চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিশিষ্ট কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ রবিবার । গত ২০১২ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর নবীগঞ্জের ইনাতগঞ্জ উপজেলার আঘনা গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর বয়স থেকেই তার লেখালেখির শুরু হয়। যৌবনে তিনি বামপন্থী ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘বসন্তে বৈশাখ’ ও ‘শিরিষতলার গাথা’। এছাড়াও অনেক গল্প-উপন্যাস-প্রবন্ধ লিখেছেন তিনি বিভিন্ন পত্র-পত্রিকায়। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক কলাম ও কবিতা এছাড়াও অনেক গল্প, উপন্যাস লিখেছেন।