Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুর্শি ইউপির সভায় এমপি মুনিম চৌধুরী বিবিয়ানার গ্যাস নবীগঞ্জের ঘরে ঘরে দেয়ার আশ্বাস

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু এলাকার উন্নয়নের কর্মপরিকল্পনা নিয়ে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবি লোকজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় মুনিম চৌধুরী এমপি বলেন, আমার জন্মস্থান কুর্শি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবো। উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য সার্বিক চিত্র নিয়ে একটি রূপরেখা তৈরি করা হবে। কুর্শি ইউনিয়নের প্রতি গ্রামে বিদ্যুতের আলো আগামী ৫ বছরের মধ্যে পৌছে দেয়া হবে। এই ইউনিয়নে শিক্ষার উন্নয়নে একটি কলেজ প্রতিষ্টা করার ব্যবস্থা নেয়া হবে। নবীগঞ্জ বাহুবল এলাকার পাশাপাশি কুর্শি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিবিয়ানার গ্যাস পৌছে দেয়া হবে।
অনুষ্টান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী মিরাশ উদ্দিন। গিতা পাঠ করেন নিলু বৈদ্য। এর পর প্রধান অতিথি মুনিম চৌধুরী বাবুকে ইউনিয়ন পরিষদের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাবৃন্দ। কুর্শি ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ সরওয়ার শিকদারের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, যুবলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল মুকিত চৌধুরী, অধ্যাপক জয়নাল আবেদীন খান, তাহিরপুর ন’মৌজা ইত্তেফাকিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আফজল হোসেন তালুকদার, উপজেলা জাপার সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এম এ আহমদ আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাছান চৌধুরী, ইউপি প্যানেল চেয়ারম্যান ফারছু মিয়া, সদস্য রাজিয়া বেগম, সদস্য আব্দাল মিয়া, সুজন মিয়া, মাষ্টার সিরাজুল ইসলাম, হাজী মশ্বফুর রহমান, সৈয়দ হায়দার আলী, আব্দুল হামিদ, দিলবাহর আহমদ, অমলেন্দু রায়, সাবেক মেম্বার আব্দুস সুবহান, কাজল মিয়া, চুনু মিয়া, সুশিতল রায়, কাজল মিয়া, আনছার উদ্দিন, হাফিজ শফিকুর রহমান, মাওলানা সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার মুহিতুর রহমান, নুরুল ইসলাম, শিক্ষক জসিম উদ্দিন, যশারত রায়, জালাল আহমদ প্রমুখ।