Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুর্শি-ষাটকাহন রাস্তা পাকাকরণের দাবী

সংবাদদাতা ॥ নবীগঞ্জ শেরপুর রোডস্থ কুর্শি হতে শাখাবরাক নদীর পাশ দিয়ে গোপলার বাজার রোডের সাথে সংযুক্ত কুর্শি-ষাটকাহন গ্রামের দেড় কিলোমিটার রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অধিকাংশ লোক এ রাস্তা দিয়ে শহর, বাজার, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ বিভিন্ন জায়গায় চলাচল করতে থাকেন। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরাও এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে। বিশেষ করে গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকায় অধিকাংশ লোক চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু রাস্তা খারাপ হওয়ার কারণে মানুষের চলাচলে মারাত্মক সম্যসার সৃষ্টি হয়।
এ ব্যাপারে অনেকবার বিভিন্ন জায়গায় আবেদন করেও রাস্তার কোন উন্নয়ন মূলক কাজ হচ্ছে না। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটি মানুষের চলাচলে একবারই অনুপযোগী হয়ে পড়েছে। এলাকার অনেক রাস্তাই পাকাকরণ হয়েছে। কিন্তু এই রাস্তাটি পাকাকরণ হচ্ছে না। এ ব্যাপারে গ্রামবাসী রাস্তাটি পাকাকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়ার কাছে লিখিত আবেদন করেছেন।