Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে র‌্যাবের পৃথক অভিযান ॥ ১৭শ পিছ ইয়াবা ও দেড় লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) শায়েস্তাগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৭১৪ পিস ইয়াবা ও নগদ দেড় লাখ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া ও উবাহাটা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার বিমান চন্দ্র কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে একদল র‌্যাব সদস্য গত বুধবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে শায়েস্তাগঞ্জের লেঞ্জাপাড়া গ্রামের মোঃ আশিকুর রহমান টিপুর বাড়ীর বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘর থেকে ১ হাজার ৪১০ পিছ ইয়াবা, নগদ ১ লাখ ২০ হাজার ৫শ টাকা, ২ বোতল বিয়ার ও ৪টি পুরাতন মোবাইল ফোন উদ্ধার ও সজল দাস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত সজল বানিয়াচঙ্গের মৃত বীরেন্দ্র দাসের পুত্র। র‌্যাব জানায়, সজল হবিগঞ্জে অন্যতম মাদক ব্যবসায়ী। সে জেলার বিভিন্ন এলাকায় মাদকের একটি চক্র গড়ে তোলেছে। আটক সজলকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অপর দিকে একই দল রায় প্রায় ২টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকার উবাহাটা গ্রামের মোঃ ফরিদ মিয়া’র বাড়ী অভিযান চালায়। এ সময় ৩০৪ পিস ইয়াবা, নগদ ৩১ হাজার ৪৫০ টাকা ও ১টি মোবাইলসহ মোঃ ফরিদ মিয়া (২৭’কে গ্রেফতার করা হয়। ফরিদ উবাহাটা গ্রামের মোঃ জুবেদ আলী পুত্র। ফরিদ চিহ্নিত মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত ফরিদ মিয়াকে গতকালই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।