Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে রিক্সা চালককে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মতিউর রহমান পিয়ারা কর্তৃক মিথ্যা মামলা দেয়ার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিছকিনপুর গ্রামের ইলিয়াস আলী’র ছেলে রিক্সা চালক সাদত আলী’র উপর আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মতিউর রহমান পিয়ারা কর্তৃক মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার অত:পর নির্যাতনের প্রতিবাদে ইলিয়াস আলী’র বাড়িতে গতকাল শনিবার বেলা ১১টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট মুরুব্বী ও আওয়ামীলীগ নেতা হাজী সৈয়দ লিয়াকত আলী’র সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন  সাবেক মেম্বার মেন্দি মিয়া, বর্তমান মেম্বার সুমন আহমেদ, রজব আলী, রানা মিয়া, আনকার মিয়া, সাদ্দেক মিয়া, কামাল মিয়া, কাইয়ূম আহমেদ, আখলিছ মিয়া, শাহ নূর, সত্তার উল্লাহ, নাজিম উদ্দিন, আাদ্রিক উল্লাহ, সৈয়দ মরর্তুজা আলী, চুনু মিয়াসহ স্থানীয় ৮টি গ্রামের শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভায় ভুক্তভোগী সাধারণ মানুষ অভিযোগ করে বলেন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান পেয়ারা বিগত দিনে ও অসহায় মানুষের উপর নির্যাতন করেছেন। প্রতিবাদ সভার মাধ্যমে বক্তারা রিক্স চালক এর উপর মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উল্লেখ্য গত কয়েকদিন পূর্বে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মতিউর রহমান পেয়ার এর মালিকানাধীন ব্রিকফিল্ড ডাকাতির ঘটনা ঘটে এঘটনাকে কেন্দ্র করে ইলিয়াস আলী’র ছেলে রিক্স চালক সাদত আলীকে আসামী করে মামলা দায়ের করেন মামলার প্রেক্ষিতে ৫ অক্টোবর বৃহস্পতিবার রাতে পুলিশ বাড়ি থেকে এসে সাদত মিয়াকে গ্রেফতার করে নিয়ে যায়। প্রতিবাদ সভায় কান্না জরিত কণ্ঠে সাদত মিয়া বলে, আমি চুরি ডাকাতির বিষয়ে কিছু জানিনা, আমি সারাদিন রিক্স চালিয়ে এসে ঘুমিয়েছি। হঠাৎ রাত্রে এসে পুলিশ আমাকে টানতে টানতে নিয়ে যায়, অভিযোগ কান্না জড়িত কষ্ঠে সাদত বলে, থানায় নিয়ে গিয়ে আমাকে অনেক মারধোর করা হয়েছে বার বার জিজ্ঞাস করা হয়েছে ঘটনাটি স্বীকার করার জন্য আমি এবিষয়ে কিছু জানিনা কী স্বীকার করবো।  সভায় উপস্থিত শালিসানগণ দীর্ঘ আলোচনা শেষে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ওয়ার্ড মেম্বারকে দায়িত্ব প্রদান করেন এবং নির্যাতিত রিক্সা চালক সাদত আলীর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার পাওয়ার দাবী জানান।