Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নিখোঁজ হওয়া যুবকের বস্তাবন্দি লাশ বিজনা নদী থেকে উদ্ধার

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নিখোঁজ নুরে আলম (২৮) নামে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার ১ দিন পর গত শনিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের সন্নিকটে গুঙ্গিয়াজুরি হাওরের বিজনা নদী থেকে লাশটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। যে স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে ওই স্থানটি তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার উজানে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খুনিরা লাশটি বিজনা নদীতে ফেলে রাখে বলে ধারণা করছেন স্থানীয়রা।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে নুরে আলম খেতে বসেন। এ সময় তার মোবাইলে ফোন আসে। ফোন আসার সাথে সাথেই তিনি খাবার রেখে তার স্ত্রীকে বলেন আধাঘণ্টা পর আসছেন। এর ঘণ্টাখানেক পর নুরে আলমের মোবাইল ফোনে ফোন দেয়া হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এর পর পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথায় সন্ধান না পেয়ে হবিগঞ্জ ও বানিয়াচং থানায় নিখোঁজের বিষয়টি অবহিত করেন তার পরিবার। এরই মধ্যে নিখোঁজ নুরে আলমকে উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। গত শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খলিলপুর গ্রামের সন্নিকটে গুঙ্গিয়াজুরি হাওরের বিজনা নদীতে স্থানীয় লোকজন বস্তাবন্দি অবস্থায় লাশ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে যাবার পর অজ্ঞাত কারনে লাশ উদ্ধার করেনি। পরে নিহত নুরে আলমের স্বজনরা খবর পেয়ে সেখানে ছুটে আসেন এবং লাশটি সনাক্ত করেন। তারা প্রথমে নবীগঞ্জ থানায় যোগাযোগ করলে থানার পক্ষ থেকে বলা হয় বানিযাচং থানা পুলিশের সাথে যোগাযোগ করতে। নুরে আলমের স্বজনরা বানিয়াচং থানায় খবর দিলে, থানা পুলিশ জানায় নবীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করতে। এভাবে কয়েকঘণ্টা অতিবাহিত হয়। অবশেষে বিকেলে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, নুরে আলমের বাড়ি বানিয়াচং থানায় হলে ও লাশটি উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। এ বিষয়ে বিস্তারিত নবীগঞ্জ থানা পুলিশই বলতে পারবে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান জানান, মৃত ব্যক্তির গ্রামের বাড়ি বানিয়াচং থানায়। যেহেতু নবীগঞ্জ সীমানায় বিজনা নদীতে লাশ পাওয়া গেছে তাই নবীগঞ্জ থানার এসআই মলাই মিয়া লাশ উদ্ধার করে হবিগঞ্জ  সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন। লাশের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা একটি নৃশংস হত্যাকাণ্ড।