Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্রাণি সম্পদ কর্মকর্তার বদান্যতা মাধবপুরে বিষাক্রান্ত ঈগলকে চিকিৎসায় সুস্থ্য করে অবমুক্ত

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর প্রণি সম্পদ কর্মকর্তার বদান্যতায় জীবন ফিরে পেল একটি ঈগল। বিষাক্রান্ত ওই ঈগলটিকে টানা ৩দিন চিকিৎসা দিয়ে সুস্থ করে গতকাল রোববার অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাধবপুরের পূর্বাঞ্চলে ধান ও ভাতের সাথে কীটনাশক মিশিয়ে বিভিন্ন প্রজাতির পাখি মারা হচ্ছে । আর এ কীটনাশ খেয়ে মরে যাওয়া পাখি খেয়ে মারা যাচ্ছে ঈগল চিলসহ বিলুপ্ত প্রায় অশংখ্য মাংসাশি পাখি। গত ১৩ অক্টোবর শুক্রবার বিকাল ৩টার দিকে কমলপুর গ্রামের মোজাহিদ মসি নামের এক ব্যক্তি কীটনাশক আক্রান্ত একটি ঈগল পাখি মৃতপ্রায় অবস্তায় উদ্ধার  বহরা ইউনিয়ন প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা সহ দুইদিন ধরে চিকিৎষা  দেয়া হয় এই কেন্দ্রে। অবশেষে ঈগলটি সম্পুর্ন সুস্থ্য হওয়ার পর গতকাল রোববার সকাল ১০টার দিকে কমলপুর মাদ্রাসা মাঠে অবমুক্ত করা হয়। মসি জানান কমলপুর গ্রামের মন্জু মিয়াসহ কয়েকজন এ চক্রের সাথে জড়িত। এব্যাপারে মসি মনতলা পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ দিলে পুলিশ তাদের কয়েকবার ধাওয়া করে।