Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

উমেদনগরে মাওঃ মহিউদ্দিন আহমদের বাড়িঘরে হামলা ও ভাংচুর লুটপাট

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগরে মাওলানা মহিউদ্দিন আহমদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় মহিউদ্দিন আহমদের ছেলে কুতুব উদ্দিন আহমদ সেলিম বাদী হয়ে ৪ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। আসামীরা হলেন- উমেদনগর (আলগাবাড়ির) মৃত ইউনূছ মিয়ার পুত্র আল-আমিন, পিটিআই রোডের ফুল মিয়ার পুত্র মেহেদী হাসান, হবিগঞ্জ সদর উপজেলার চানপুর গ্রামের তাহির উদ্দিন ও তার স্ত্রী শাহানা বেগম।
মামলার বিবরণে জানা যায়, আসামী তাহির উদ্দিনের সাথে বাদীর পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। এর জের ধরে তাহির উদ্দিন তার সহযোগী আল-আমিন ও মেহেদী হাসানকে সাথে নিয়ে তার বসতবাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাংচুর করে। এ সময় বাদীর অসুস্থ পিতা মাওলানা মহিউদ্দিন আহমদকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরবর্তীতে বাদীকে চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পেয়ে তার উপর অতর্কিত হামলা চালায় তাহির উদ্দিন, আল-আমিন ও মেহেদী হাসান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে রাত ৯টার দিকে বাদীর বাড়িতে আবারও তাহির উদ্দিন তার স্ত্রীসহ অন্য আসামীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাহির উদ্দিনের স্ত্রী বাদীর মায়ের উপর আক্রমণ করে। অন্য আসামীরা তাদের ঘরের আসবাবপত্র শোকেসের গ্লাস, কাঠের ওয়াড্রপ, বসতঘরের টিনের বেড়া দা-রামদা দিয়ে কুপিয়ে ভাংচুর, লুটপাট ও তান্ডব চালিয়ে অনুমান ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। ঘরের শোকেসের গ্লাস ভেঙ্গে শোকেসে রক্ষিত নগদ ১০ হাজার নিয়ে যায়। বিষয়টি প্রথমে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বাদী স্থানীয় মুরুব্বীয়ানদের অবগত করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।