Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে কিটনাশ ব্যবহার করে চলছে পাখি শিকার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ধানের সাথে কিট নাশক মিশিয়ে মারা হচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি। আর এ কিটনাশকে আক্রান্ত মরা পাখি খেয়ে মারা যাচ্ছে ঈগল চিল সহ বিলুপ্ত প্রায় অশংখ্য মাংসাশি পাখি। মাধবপুরের পূর্ব এলাকায় এর প্রবনতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গতকাল শুক্রবার বিকাল ৩টার দিকে কমলপুর গ্রামের মোজাহিদ মসি নামের এক ব্যাক্তি কিটনাশক আক্রান্ত মৃৃতপ্রায় একটি ঈগল পাখি বহরা ইউনিয়ন প্রাণি সম্পদ কার্যালয়ে নিয়ে আসেন। পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। মসি জানান, একটি চক্র এর সাথে জড়িত।
এব্যপারে মসি মনতলা পুলিশ ফাড়িতে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিকেল ৫টার দিকে মসি জানান অসুস্থ্য পাখিটির অবস্থা উন্নতির দিকে।