Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শহরবাসীর গলার কাটা টমটম ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ॥ ৪ জন বহনের কথা থাকলেও বহন করা হচ্ছে ৮ জন যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ভাড়া বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন শহরে যখন টমটম চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে সেখানে হবিগঞ্জ শহরে টমটম ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভাড়া বাড়ানো হলে কার লাভ কার ক্ষতি হবে নিয়ে সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে। তাদের মতে একটি টমটমের পিছনে ৪ জনের আসন রয়েছে। সামনে শুধু চালকের বসার কথা। সামনে যাতে কোন যাত্রী না উঠানো হয়। যা বেআইনী। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার পদক্ষেপও নিয়েছে। কিন্তু এরপরও চালকের সাথে সামনে আরো ২ জনকে বসানো হয়। এছাড়া পিছনে ৪ জনের আসনে বসানো হয় ৬জন। টাকা শাস্ত্রয়ের জন্য স্কুল কলেজের ছাত্রীরা টমটমে চলাচল করে। এতে পিছনে ৬জন করে যাত্রী তুলায় অনেক সময় ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হয়। এছাড়া গাদাগাদি করে বসতে যাত্রীদের চরম সমস্যা হয়ে থাকে। মোট কথা একটি টমটমে মোট ৪জনের আসন থাকলেও সেখানে ৮ জনকে বহন করা হচ্ছে। এমতাবস্থায় যাত্রীসেবা নিশ্চিত না করে ভাড়া বাড়নোর দাবিকে মেনে নিতে পারছেন না সচেতন মহল। টমটম ভাড়া বাড়ানো হলে নিম্ন আয়ের লোকজনের উপরই এর প্রভাব পড়বে বলে মনে করেন তারা।
শহরের বেশ কিছু ব্যবসায়ী ও অভিজ্ঞদের সাথে আলাপ হলে তারা বলেন, হবিগঞ্জ শহরে যানজটের অন্যতম কারণ হচ্ছে টমটম। যানজট সমস্যা শহরবাসীর জন্য গলার কাটা হয়ে দেখা দিয়েছে। টমটমের কারণে পথচারীদের চলাচল সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এছাড়া বিদ্যুতের উপরও চাপ পড়ছে।
গত বুধবার টমটম মালিক শ্রমিক সমিতির উদ্যোগে ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে মিটিং হয়েছে। ওইদিন শহরে টমটম চলাচল করে নাই বললেই চলে। ফলে শহরে কোন যানজট সৃষ্টি হয়নি। জানা গেছে, পৌর কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর ভাড়া বৃদ্ধির বিষয়টি নির্ভর করছে। সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি পৌর কর্তৃপক্ষকে ভেবে দেখার দাবি জানান সচেতন মহল।