Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইংল্যান্ডে হবিগঞ্জবাসীর ব্যতিক্রমধর্মী মিলনমেলা

লন্ডন প্রতিনিধি ॥ গত ৮ অক্টোবর রবিবার ইংল্যান্ডের বার্মিংহামে ইংল্যান্ড প্রবাসী হবিগঞ্জবাসীর এক ব্যতিক্রমধর্মী মিলনমেলা অনুস্টিত হয়েছে। ওইদিন সারা ইংল্যান্ড থেকে শতাধিক তরুন, যুবক, সাবেক ছাত্রনেতা, রাজনীতিবিদ, পেশাজীবী, সমাজকর্মী বার্মিংহামের এমটি ক্যাটারিংয়ের হল রুমে একাকার হয়েছিলেন।
হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম প্রধানমন্ত্রীর সাথে জাতি সংঘ অধিবেশনে যোগদান শেষে লন্ডনে আগমন উপলক্ষে হবিগঞ্জের বড় ভাই, ছোট ভাই, বন্ধুবান্ধব, শুভাকাঙ্খীদের আমন্ত্রণে ও সার্বিক সহযোগীতায় উক্ত ব্যতিক্রমীধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে খাওয়া দাওয়া, নাচগান, গল্পগোজব, হইহোল্লোর, আনন্দফুর্তি মোটকথা সব বয়সের সবাই একসাথে আনন্দে মেতে উঠেন। এক পর্যায়ে সবাই যার যার সুন্দর অনুভূতি প্রকাশ করেন, জন্ম হোক যথাতথা কর্ম হোক ভাল, এই কর্মের গুনেই মানুষ বিখ্যাত হয় এবং কুখ্যাত হয়, কর্মের গুনেই মানুষ সমাজের উচ্চ আসনে আসিন হয় এবং কর্মের গুনেই আস্তাখুড়ে নিক্ষিপ্ত হয়। উক্ত সভায় সকলে আগামী দিনের পথ চলায় মোতাচ্ছিরুল ইসলামকে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান। এ ব্যাপারে সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনেকে বলতে থাকেন এই মিনি মিলন মেলা যেন প্রতি ৩মাস অন্তর অন্তর চলতে থাকে, আয়োজকদের ধন্যবাদ দিয়ে আবারো একত্র হওয়ার ইচ্ছা প্রকাশ করে সেদিনকার মত সবাই বিদায় নেন।