Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে যুবকের ১ বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে এক হিন্দু নারীর শ্লীলতাহানী করার অভিযোগে এরশাদ মিয়া নামের এক যুবককে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। গতকাল মঙ্গলবার বিকেলে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। দন্ডাদেশ প্রাপ্ত এরশাদ মিয়া নবীগঞ্জ শহরের ওসমানী রোডের বাসিন্দা ফেরদৌছ মিয়ার ছেলে। সূত্রে জানা যায়, দন্ডাদেশপ্রাপ্ত এরশাদ মিয়া দীর্ঘদিন ধরে উপজেলার মাধবপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ ২ সন্তানের জননীকে হয়রানী করে আসছিল। এনিয়ে সামাজিকভাবে একাধিক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু কোন কাজ হয়নি। গতকাল ওই মহিলার শ্লীলতা নষ্ট করার অভিযোগে স্থানীয় কাউন্সিলর সুন্দর আলীর নেতৃত্বে লোকজন এরশাদ মিয়াকে হাতে নাতে আটক করে উত্তম মাধ্যম দিয়ে ভ্রাম্যমান আদালতের কার্যালয়ে নিয়ে যান। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক তাজিনা সারোয়ার উল্লেখিত দন্ডাদেশ প্রদান করেন।
অপর একটি সূত্রে জানিয়েছে, দন্ডাদেশপ্রাপ্ত এরশাদ মিয়া নবীগঞ্জ কৃষি অফিসের সাবেক সহকারী ফেরদৌছ মিয়ার ছেলে। তাদের মূল বাড়ী ময়মনসিংহ জেলায়, তবে দীর্ঘ ২ যুগ ধরে নবীগঞ্জেই বসবাস করে আসছেন। নবীগঞ্জে থাকার সুবাধে এরশাদ মিয়া ওসমানী রোডের এক চা বিক্রিতার স্ত্রী ২ সন্তানের জননীর সাথে পরকিয়া প্রেমে আসক্ত হয়ে পড়ে। এরশাদ মিয়া মুসলমান হলেও তার পরকিয়া প্রেমিকা হিন্দু সম্প্রদায়ের। দীর্ঘদিন ধরে চলছিল তাদের প্রেমলীলা। একাধিকবার সামাজিক বিচার হয়েছে।
স্থানীয় কাউন্সিলরসহ এলাকার বিশিষ্ট মুরুব্বিয়ান এসব সালিশ বৈঠকে উপস্থিত ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরেও ওই পরকিয়া প্রেমিক জুটি একত্রে মিলিত হওয়ার সময় হাতেনাতে আটক করেন স্থানীয় জনতা। প্রথমে তারা একে অপরকে বিবাহ করিবে বলে সম্মতি প্রকাশ করলেও পরে রাজি হয়নি প্রেমিক এরশাদ। অতঃপর ভ্রাম্যমান আদালতে তার সাজা হয়।