Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ॥ বানিয়াচংয়ে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের বিশেষ উদ্যোগ

বানিয়াচং প্রতিনিধি ॥ জেলা প্রশাসক মনীষ চাকমা বলেছেন, এই সরকার এমন এক সরকার। শিশু জন্ম নেয়নি, অথচ সন্তান জন্ম দেয়ার পূর্বেই সরকার মায়েদের ভাতা দিচ্ছে। যারা সরকারকে ভালো বলেনি তারা মূর্খ। তারা সজাগ থেকেও ঘুমে। সরকারের উন্নয়ন অর্জনের পাল্লায় অর্ভূত সাফল্য। তাই দলমত নির্বিশেষে সরকারের উন্নয়ন যঞ্জে সকলকে শরীক করতে হবে। গতকাল সোমবার দুপুরে বানিয়াচং উপজেলা সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, হাওরঞ্চলের মিটাপানির টনের টন মাছ মৎস্য অবতরণ কেন্দ্রের অভাবে পচে নষ্ট হয়। মৎস্যজীবিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। মাছের উৎপাদন বাড়াতে বানিয়াচংয়ের রতœাবাজারের পাশে ‘মৎস্য অবতরণ কেন্দ্র’ স্থাপনের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, দুর্নীতিকে ঘৃণা করে কর্মযঞ্জ সম্পাদন প্রতিষ্ঠা করতে হবে। যেসব কর্মকর্তা-কর্মচারি দুর্নীতি করেছেন তারা দুর্নীতি ছেড়ে দেন। নতুবা বিপদে পড়বেন। দুর্নীতিবাজদের কেউ রক্ষা করতে পারবে না। এদিকে প্রাকৃতিক সম্পদ রক্ষনাবেক্ষণের দায়িত্ব চেয়ারম্যানদের। এ ব্যাপারে তাদেরকে সোচ্ছার থাকবে হবে।
ইউএনও সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে মতবিনিময়ে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ইকবাল বাহার খান, ওসি মোজাম্মেল হক, আওয়ামী লীগ সভাপতি আমির হুসেন মাস্টার, জেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ, শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম সিদ্দিকী, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, রেখাছ মিয়া, হাবিবুর রহমান, আহাদ মিয়া, গিয়াস উদ্দিন, ওয়ারিশ উদ্দিন খান, শেখ সামছুল হক, আবদুল কদ্দুছ শামীম, আনোয়ার হুসেন, এরশাদ আলী, লুৎফুর রহমান, মধু মিয়া, প্রেসক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল প্রমূখ।