Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লন্ডন প্রবাসীকে হত্যার চেষ্টা ॥ চেয়ারম্যান আসিক মিয়াকে চার্জশীটে অন্তর্ভূক্তির দাবি

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে লন্ডন প্রবাসী হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী ছিলেন ইউপি চেয়ারম্যান আসিক মিয়া। তার নির্দেশেই ওই প্রবাসীর উপর হামলা চালানো হয়েছে। অথচ তাকে উক্ত ঘটনার মামলায় চার্জশীটে অন্তর্ভূক্ত করা হয়নি। এমন দাবি করেছেন আহত লন্ডন প্রবাসীর স্ত্রী। চেয়ারম্যান আসিক মিয়াকে চার্জশীটে অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি সিলেট রেঞ্জের ডিআইজি ও হবিগঞ্জের পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন। অনুলিপি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও আইজিপিকে। আবেদনে ওই প্রবাসীর স্ত্রী মাসেদা বেগম উল্লেখ করেন, গত ১৬ মে রাতে তার স্বামী লন্ডন প্রবাসী শাহ আমিন ইসলাম ওরফে নজরুল উপজেলা সদর থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টায় তিনি কাজির বাজার সড়কে মাধবপুর ও আগনা গ্রামের মধ্যবর্তী স্থানে পৌছলে জসিম উদ্দিন নকিব, মিফতাব উদ্দিন, ইউপি মেম্বার খালেদ মিয়া, মাসুম মিয়া ও আমির উদ্দিনসহ ৬/৭ জন লোক তাকে আটক করে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমন চালিয়ে মারাত্মক জখম করে। প্রাণনাশের উদ্দেশ্যে তারা এমন আক্রমন চালিয়েছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে একমাস রেখে চিকিৎসা দেয়া হয়। তার হাত ও পায়ে ৮টি অপারেশন করা হয়। এরপরও তিনি এখন পর্যন্ত শয্যাশায়ী অবস্থায় আছেন। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। হামলার পর দিন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর পালানোর সময় জসিম উদ্দিন, মিফতাব উদ্দিন ও আমির উদ্দিনকে পার্শ্ববর্তী গুলডোবা গ্রামের লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেন। তবে ইউপি মেম্বার খালেদ মিয়া এবং মাসুম মিয়া পালিয়ে যেতে সক্ষম হন। চেয়ারম্যান আসিক মিয়ার ছত্রছায়ায় মেম্বার খালেদ মিয়া এলাকায় বীরদর্পে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। ঘটনাটির জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আসিক মিয়াকে দায়ি করে তিনি আবেদনে উল্লেখ করেন, আসামীরা ঘটনার দিন রাত ৮টায় চেয়ারম্যান আসিক মিয়ার কাজির বাজারের দোকানে বসে হামলার পরিকল্পনা করে। তার নির্দেশেই ঘটনাটি ঘটানো হয়েছে বলে তিনি মনে করেন। তার কাছে এমন অনেক প্রমাণাদিও আছে বলে আবেদনে উল্লেখ করেন। অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, নবীগঞ্জের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা ক্ষমতার অপব্যবহা করে মামলার চার্জশীট থেকে চেয়ারম্যান আসিক মিয়া এবং মেম্বার খালেদ মিয়ার নাম বাদ দিতে পুলিশের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। ওই নেতার প্রশ্রয়ে খালেদ মিয়া ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি ও উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে অবাধে যাতায়াত করছেন। কিন্তু ওই নেতার চাপের কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে অনীহা প্রকাশ করছে। এছাড়াও ওই মেম্বারের বিরুদ্ধে গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই, ম্যাজিস্ট্রেট, প্রিজাইডিং অফিসার, বিজিবি ও পুলিশের গাড়িতে হামলা হয় চেয়ারম্যান আসিক মিয়ার নেতৃত্বে। এ ঘটনায় পুলিশ এসল্ট ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে দারোগা চান মিয়া বাদি হয়ে ৩০ মে মামলা করেন। অথচ ওই নেতার চাপে তাকে মামলার চার্জশীটে হাল্কাভাবে দেয়া হয়। মামলার অপর আসামী মেম্বার খালেদ মিয়াকে মামলার চার্জশীট থেকে বাদ দেয়া হয়। তিনি চেয়ারম্যানকে তার স্বামীর উপর হামলার মামলার চার্জশীটে অন্তর্ভূক্ত করা এবং মেম্বার খালেদ মিয়াকে গ্রেফতার করার দাবি জানান।