Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে উপজেলা নির্বাচনে মনোনয়ন বাছাই সম্পন্ন ॥ চেয়ারম্যান প্রার্থী আব্দুস শহীদ সাহিদের মনোনয়নপত্র বাতিল

বিশেষ প্রতিনিধি, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে দাখিলকৃত ২১ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন হয়েছে। গতকাল  হবিগঞ্জ জেলা নির্বাচন কমিশনের যাচাই বাছাইকালে সম্পদ বিবরণীতে স্বাক্ষর না থাকা, শিক্ষগত যোগ্যতার সনদ দাখিল না করা এবং সংযুক্ত ষ্ট্যাম্পে ত্র“টি জনিত কারণে আব্দুস শহীদ সাহিদের মনোনয়ন বাতিল করা হয়। এ আদেশের বিরুদ্ধে আব্দুস শহীদ আপিল করবেন বলে সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল বাচাইপর্বে প্রার্থী ও তাদের সমর্থকগণ উপস্থিত ছিলেন। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীগণ হচ্ছেন- চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত আলমগীর চৌধুরী, ১৯ দলীয় জোটের একক প্রার্থী মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, যুবলীগ সাধারন সম্পাদক ও বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি লিডার মঈনুল আমিন বুলবুল, সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জিহাদী, সাবেক এমপি খলিলুর রহমান চৌধুরীর পুত্র মিজানুর রহমান চৌধুরী শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবদুল হাই।
ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আশরাফ আলী, আওয়ামীলীগ প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান আকতার হোসেন ছোবা মিয়া, খেলাফত মজলিস নেতা মাওলানা শাহ আলম, প্রবাসী যুবলীগ নেতা শাহ মোর্শেদ আহমেদ, শাহ কামাল, মোঃ রফিক মিয়া, বশির আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়েছ আহমদ চৌধুরী, রঞ্জু দেব।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক দিলারা হোসেন, কলেজ শিক্ষিকা নাজমা বেগম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শিরিন আক্তার।