Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ॥ আওয়ামীলীগ-বিএনপিসহ ৪ প্রার্থীর মনোনয়ন দাখিল

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলকারীগণ হচ্ছেন- যুবলীগ নেতা মোঃ তারা মিয়া (আওয়ামীলীগ), সাবেক ইউপি মেম্বার মোঃ চান মিয়া (বিএনপি), সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ রমিজ আলী (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ ফিরোজ আলী মিয়া। গতকাল রোববার এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ছিল। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুর হাই। তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র বাছাই ও ১৭ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার এবং ৪ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০১৪ সালের ১৯ ফেব্র“য়ারি বাহুবল উপজেলা পরিষদ নির্বাচনে ২২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন তরুণ প্রার্থী মাওলানা শিহাব উদ্দিন সাকিব। খেলাফত মজলিসের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মাওলানা নেজাম উদ্দিন তনয় মাওলানা শিহাব উদ্দিন সাকিব কিছুদিন ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন শেষে আমেরিকা চলে যান। এরপর তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দীর্ঘদিন তিনি উপজেলা পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকায় স্থানীয় সরকার বিভাগে একটি অভিযোগ করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ শেখ ফিরোজ আলী মিয়া। অভিযোগ তদন্ত শেষে গত ৩১ মে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাহুবল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন সাকিবকে অপসারণ করে পদটি শুন্য ঘোষণা করে। এ অবস্থায়, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন বাহুবল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।