Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বালিখাল নদীতে উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার পুকড়া ইউনিয়নের আদমনগর গ্রামবাসীর উদ্যোগে বালিখাল নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত নৌকা প্রতিযোগীতায় ৪টি নৌকা অংশ নেয়। এতে বাহুবল উপজেলার রউয়াইল সুধীর সরকার চ্যাম্পিয়ন হয়েছে। দ্বিতীয় হয়েছে বানিয়াচঙ্গ উপজেলার চিলারাই নৌকা। ৩য় স্থান অর্জন করে আতুকুড়া গ্রামের আব্দুল হেকিমের নৌকা। টান টান উত্তেজনাকর পরিবেশে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলোর মাঝিরা বিজয়ী হতে প্রাণপণ চেষ্টা চালায়। মাঝিরা এত দ্রুত বৈঠা চালাচ্ছিলেন যে, বৈঠা চালানোর দৃশ্যও দর্শকদের কাছে ছিল মনোমুগ্ধকর। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই তীরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। নৌকার বৈঠার তালে তালে যেমন নৌকা এগিয়ে যাচ্ছিল, তেমনি বেজে উঠেছিল বাউল স¤্রাট আব্দুল করিমের সেই গান। কোন মেস্তরী নাও বাইল কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুর পঙ্খী নাও। নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে আয়োজক কমিটির সভাপতি হিরনময় দাসের সভাপতিত্বে এবং অসিত চৌধুরী (সুমন) ও মানিক দাসের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ মোঃ আব্দুল মজিদ খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পিপি অ্যাডঃ সিরাজুল হক চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ সালেহ উদ্দিন আহমেদ, জেলা বিএমএ এর সহ-সভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ আহাদ মিয়া, ইউপি সদস্য ছনু মিয়া চৌধুরী, সুবিদুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল হক আখনজী, বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন, আলা উদ্দিন, বিশিষ্ট মুরুব্বী রাখাল দাশ প্রমূখ।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ইংল্যান্ড সালেহ আহমেদ, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরস্কার তুলে দেন।