Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা ছাত্রদলের সভাপতি- সম্পাদকসহ ৭০ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর হকার্স মার্কেট এলাকা থেকে নাশকতা ও মিছিলের প্রস্তুতিকালে আটক ছাত্রদলের ৫ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সভাপতিসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। গতকাল শনিবার দুপুরে সদর থানার এসআই হাসানুজ্জামান হাসান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
এদিকে আটক ছাত্রদল নেতা মোশাহিদ (২২), রিপন (২০), সাইদুল হক (২৫), হাসানুল হোসেন সৌরভ (১৯) ও উজ্জল (২৪) কে গতকাল শনিবার বিকালে কারাগারে প্রেরণ করা হয়েছে।
ওসি ইয়াছিনুল হক জানান, শুক্রবার রাত ১০টার দিকে জেলা ছাত্রদলের সহ-সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের চেষ্টা করে। খবর পেয়ে সদর থানার এসআই রকিবুল হাসান ও হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশ উল্লেখিতদের আটক করে। মামলায় জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমরান, সাধারণ সম্পাদক মোঃ রুবেল আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান শাওন, সাইফুল ইসলাম শিপন, হারিছ চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০ থেকে ৪০ জনকে আসামী করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে জিল্লুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা পালিয়ে যায়। তখন পুলিশ তাদের কাছ থেকে ১১টি রামদা, দুইটি ক্রিরিজ, দুইটি লোহার পাইপ ও দুইটি চাইনিজ চাকু উদ্ধার করে। এ মামলায় এজহারভুক্ত ২৯ জন এবং অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামী করা হয়। ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে রিমান্ডে আনা হবে।