Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সুতাং নদী থেকে ফের বালু উত্তোলন শুরু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সুতাং নদী থেকে ফের বালু উত্তোলন শুরু হয়েছে। স্থানীয় এলাকাবাসীর আন্দোলন এবং প্রশাসনের তৎপরতায় তিনমাস পূর্বে বালু উত্তোলন বন্ধ হলেও গত কয়েকদিন ধরে জিতু মিয়া ও তাঁর সহযোগিরা অবাধে সুতাং নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন শুরু করেছে।
স্থানীয়রা জানান, জিতু মিয়া প্রশাসনের কতিপয় কর্মচারীর সহযোগিতায় এবং উপজেলা আওয়ামীলীগের এক নেতার ছত্রছায়ায় বালু উত্তোলন করে আমতলী এলাকায় অবৈধভাবে ডিপো করে তা বিক্রি করছেন। এতে স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যে কোন সময় আবার এ নিয়ে সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের ফলে একদিকে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব হারাচ্ছে অপরদিকে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, জিতু মিয়া সরকারীভাবে মহাল লীজ না নিয়ে মহামান্য হাইকোর্টের একটি আদেশ দেখিয়ে বিগত তিনমাস পূর্বে তাঁর লোকজন নিয়ে বালু উত্তোলন শুরু করেন। স্থানীয়রা বাঁধা দিলে তার লোকজন বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী উপজেলা প্রশাসনকে বিষয়টি জানালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা ও সহকারি কমিশনার তাহমিনা খাতুন গিয়ে বালু উত্তোলনের কোন বৈধ কাগজপত্র না থাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দেন। প্রায় ৩ মাস বালু উত্তোলন বন্ধ থাকলেও গত কয়েকদিন ধরে জিতু মিয়া তাঁর লোকজন নিয়ে পুনরায় সুতাং নদীর বনগাও এলাকা থেকে বালু উত্তোলন করে আমতলী এলাকায় ডিপো করে বালু বিক্রি করছেন। এনিয়ে স্থানীয় চেয়ারম্যান তাকে বালু উত্তোলন না করতে বাধা প্রদান করলেও তিনি মানছেন না।
জানা যায়, জিতু মিয়া উপজেলা আওয়ামীলীগের এক প্রভাবশালী নেতাকে ম্যানেজ করে এবং ভূমি অফিসের কতিপয় কর্মচারীকে ম্যানেজ করে বালু উত্তোলনে নামেন। এনিয়ে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ জনসাধারণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বালু উত্তোলন এবং বাধা দেওয়া নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা রয়েছে।