Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সদর হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে আবারো চিকিৎসার অবহেলায় এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালের নার্স ও কর্মচারিদের সাথে নবজাতকের স্বজনদের বাকবিতন্ডা হয়। সূত্র জানা যায়, সদর উপজেলার রায়ধর গ্রামের দুবাই প্রবাসি সজলু মিয়ার স্ত্রী প্রসব ব্যথা নিয়ে গত বৃহস্পতিবার সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভর্তি হয়। দুপুরের দিকে তিনি এক নবজাতক পুত্র সন্তানের জন্ম দেন। বিকালের দিকে নবজাতক শ্বাসজনিত রোগে আক্রান্ত হলে তাকে জরুরি বিভাগে ডাক্তারের নিকট নিয়ে যাওয়া হয়। এ সময় ডাক্তার তাকে অক্সিজেন দেয়ার জন্য নির্দেশ দেন। নবজাতকের স্বজনদের অভিযোগ, বার বার দায়িত্বপ্রাপ্ত নার্সের নিকট গেলেও তিনি অক্সিজেন দেননি। তবে রাতের দিকে অক্সিজেন দেয়া হয়। আবার গতকাল শুক্রবার অক্সিজেন খুলে ফেলে। এর কিছুক্ষণ পর নবজাতক মারা যায়। এ নিয়ে নার্স ও কর্মচারিদের সাথে নবজাতকের স্বজনদের বাকবিতন্ডা হয়। এ ব্যাপারে নবজাতকের স্বজনরা জানান, তারা আইনের আশ্রয় নিবেন। উল্লেখ্য গত দুই সপ্তাহে সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় ৬ নবজাতক মারা যায়।