Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে দুর্বৃত্তদের নৃশংসতা সাবেক সেনা সদস্যকে হত্যা ॥ এলোপাতাড়ি কুপিয়ে একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সাবেক এক সেনা সদস্যকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়া হয়। নিহত এই সেনা সদস্যের নাম সাজিদুর রহমান টেনু মিয়া (৫০)। তিনি উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মামলায় আদালতে হাজিরা দিতে সিএনজিযোগে তিনি হবিগঞ্জে আসছিলেন। সকাল ৮টার দিকে তাকে বহনকারী সিএনজিটি আদিত্যপুর নামক স্থানে পৌছুলে একটি মাইক্রোবাস গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে কয়েকজন দুর্বৃত্ত নেমে সেনা সদস্যকে সিএনজি থেকে নামিয়ে এনে এলোপাতাড়ি কুপাতে থাকে। এতে তার ডান পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এবং উভয় হাতে রক্তাক্ত জখম হয়। এ অবস্থায় তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়ার সাথে চাচাতো ভাইদের জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমাও রয়েছে। গতকাল একটি মামলায় তিনি হাজির দিতে আদালতে আসার সময় পথিমধ্যে হামলার শিকার হয়ে নিহত হন।