Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হকের বিরুদ্ধে ভিজিডি’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্র্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামছুল হকের বিরুদ্ধে ভিজিডি’র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভিজিডি কার্ডধারী টুপিয়াজুড়ি গ্রামের মৃত হরমুজ আলীর স্ত্রী গুলবাহার বেগম, কাউরিয়াকান্দি গ্রামের মৃত কবির মিয়ার স্ত্রী নাজমা আক্তার ও উপেন্দ্র সরকারের স্ত্রী অনিতা সরকার হবিগঞ্জের জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের অনুলিপি বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ও উপ-পরিচালক দুর্নীতি দমন কমিশন হবিগঞ্জ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, অভিযোগকারীরা সরকারের ২০১৭-১৮ সালের ভিজিডি চক্রের কয়েকজন উপকারভোগী। সরকারী নিয়ম অনুয়ায়ী প্রতি দুঃস্থ মহিলা প্রত্যেক মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাউল পাওয়ার বিধান রয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক তাদের প্রত্যেককে মাসে ২৪ কেজি করে চাউল দিচ্ছেন। অভিযোগকারীরা চেয়ারম্যানকে ৩০ কেজি চাউল দেয়ার কথা বললে চেয়ারম্যান বলেন, এখানে ৩০ কেজি চাউলই রয়েছে। এছাড়াও তাদের বরাদ্দকৃত ভিজিডি কার্ড চেয়ারম্যানের হেফাজতে রাখেন। তারা চাইলেও চেয়ারম্যান অভিযোগকারীদের হেফাজতে ভিজিডি কার্ড দেননি। অভিযোগে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক ট্যাগ অফিসারের উপস্থিতিতে প্রতিমাসে ইউনিয়নের ভিজিডি’র উপকারভোগী ১৩৯ জন মহিলার কাছ থেকে সঞ্চয় বাবদ ২৫০ টাকা করে উত্তোলন করেন। কিন্তু তিনি ২শত টাকা জমা দেন। অতিরিক্ত টাকা নেয়ার কথা বললে তিনি জানান, ভিজিডি চাউল আনতে পরিবহন ব্যয় হয়। তাই প্রতি মাসে অতিরিক্ত ৫০টাকা করে দিতে হবে। অভিযোগকারীরা এর প্রতিবাদ করলে তিনি তাদের ধমক দেন। অভিযোগকারীরা বলেন- আমরা এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বললে তারা জানান, আমরা অসহায়। এ ব্যাপারে আমাদের কোন কিছু করার নেই। অভিযোগে তারা আরো উল্লেখ করা হয়- সরেজমিনে তদন্ত করলে ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে।