Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ উপজেলায় জেলা পরিষদের প্রায় ৪৫টি প্রকল্পে কোটি টাকার উন্নয়ন টেন্ডার

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হবিগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে কোটি টাকার টেন্ডার করা হয়েছে। এ ব্যাপারে জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দেশরতœ শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় নবীগঞ্জ ও বাহুবলে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আরো অধিকতর উন্নয়নের জন্য প্রকল্প বাস্তাবায়নে টেন্ডার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, নবীগঞ্জের মানুষের প্রতি হৃদয়ের টান রয়েছে। যার প্রেক্ষিতে অন্য উপজেলার চেয়েও এই উপজেলায় অতিরিক্ত কিছু কাজ করতে হচ্ছে। তিনি বলেন, ইতিপুর্বে অনেক এমপি হয়েছেন। তবে আশানুরুপ উন্নয়ন হয়নি। তবে তিনি জেলা পরিষদের দায়িত্ব নেয়ার পর নবীগঞ্জ ও বাহুবলে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট, বিভিন্ন শিক্ষা ও ধমীয় প্রতিষ্টানে ব্যাপক উন্নয়ন করেছেন। চলতি বছরও শুধুমাত্র নবীগঞ্জ উপজেলায় ৪৫টি প্রকল্পের মাধ্যমে কোটি টাকা টেন্ডার করেছেন এবং ভবিষ্যতে আরো পরিকল্পনা হাতে নিয়েছেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী। টেন্ডারকৃত প্রকল্পের কাজ গুলো দ্রুত বাস্তবায়িত হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও ঠিকাদারদের নির্দেশ দেয়া হয়েছে।